সবাই ভাল থাক এটাই চাই
বাংলাদেশের ট্রাফিক পুলিশ মানে চাঁদাবাজ। গাড়ি ধরার নাম করে তারা শুরু করে চাঁদাবাজি। সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন দেখা যায় এরকম ছব্দবেশী চাঁদাবাজদের। গাড়ির কাগজ থাকোক বা নাই থাকুক তা দেখার বিষয় নয় আপনার পকেটে টাকা আছে কি না এটাই হচ্ছে মূল বিষয়। যদি টাকা দেন তবে গাড়ির নাম্বার প্লেইট না থাকলেও সমস্যা নেই।
আর যদি টাকা না দেন তবে সব থাকার পরও উপায় নেই। এসব ট্রাফিক পুলিশ/ সার্জন রাস্তার বিভিন্ন মোড়ে বসে থাকে। কোন গাড়ি আসলে থামিয়ে কাগজ দেখার নাম করে শুরু করে চাদাবাজি। গাড়ির কাগজ থাকলেও হেলমেট, সু- গ্লাবস এরকম বিভিন্ন ইসু্ বের করে কেইস স্লিপ লেখার বান করে থাকে। পরে তাদের একজন কাছে এস বলে কিছু দিয়ে দেন তবে ছেড়ে দেব।
টাকা দিলে কোন সমস্যা নাই চলে যান। আর যদি টাকা না দেন তবে কেইস স্লিপ পাবেন। এই টাকার অংশকি সরকার পেয়ে থাকে তা আমি জানিনা। বাংলাদেশের এসব ট্রাফিক চাঁদাবাজদের হাত থেকে কিভাবে মানুষ মুক্তি পাবে। এসব চাদাবাজি বন্ধ না হলে ডিজিটাল বাংলাদেশ গড়া আধু সম্ভব কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।