যেসব মেয়ে নিজেদের বেশি সুন্দরী মনে করেন তারা অহঙ্কারী ও বদমেজাজি হন। অল্পতেই রেগে যান তারা। শুধু তা-ই নয়, রূপের অহঙ্কারে নিজের যোগ্যতার কথা ভুলে প্রাপ্যের চেয়ে বেশি চেয়ে বসেন তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। গবেষক দলের প্রধান ড. আরোন সেল জানান, তারা বিভিন্নভাবে এ বিষয়ে ১৫৬ তরুণীর সাক্ষাৎকার নিয়েছেন।
এতে দেখা গেছে, যারা নিজেদের যত বেশি সুন্দরী মনে করেন তারা তত বেশি কাঠখোট্টাভাবে প্রশ্নের জবাব দিয়েছেন। আর যারা নিজেদের একটু কম আকর্ষণীয় মনে করেন তারা বেশ বিনয়ী আচরণ
করেছেন। একই গবেষণায় পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে, যেসব পুরুষ নিজেদের পর্যাপ্ত শক্তিশালী ও বীর্যবান মনে করেন তাদের মধ্যে বদমেজাজি প্রবণতা থাকে বেশি। তবে লন্ডন মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী ইনগ্রিড কলিন্স বলেছেন, এটা নির্দিষ্ট এলাকার খুব কম সংখ্যক লোকের ওপর চালানো জরিপ। সে কারণে এ অভিমত সব নারী বা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য মনে করা ঠিক হবে না।
( বিবিসি অনলাইনের)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।