আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাক তোলার সময় ক্রেন ছিড়ে নিহত ৪

রাজধানীর জুরাইনে দুর্ঘটনাকবলিত একটি ট্রাক উদ্ধারের সময় ক্রেন ছিঁড়ে উৎসুক জনতার চারজন মারা গেছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ জানিয়েছেন।  
এই দুর্ঘটনায় আরো অন্তত দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে সেতু মার্কেটের সামনে মালবোঝাই একটি ট্রাক আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়।

রাত ৯টার দিকে ট্রাকটিকে উদ্ধারের জন্য একটি ক্রেন যায়।
“ট্রাকটি সোজা হলেও এসময় হঠাৎ করে ক্রেনের শিকলের মাথা ছিঁড়ে যায় এবং ক্রেনটি এক প্রকার উল্টে যায়,” বলেন ওসি।
এই শিকলের আঘাতে এবং ক্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। অন্যজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এর মধ্যে একটি শিশু রয়েছে। তিনটি লাশ মিটফোর্ড হাসপাতালে রয়েছে। অন্যটি রয়েছে ঢাকা মেডিকেলে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।