/
এসো তুমি,
ইটের ক্রমবিন্যাসে সাজানো সিমেন্টের ব্যাগ
অতিক্রম করে এসো,
স্তুপীকৃত লোহার রডের সাথে লাগানো দেয়াল
পদ্মার বালিকণা রাশি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য দুঃখরাশি, এসো
তোমাকে বিনা কিভাবে কংক্রিট হতে পারি
সারাদিন বুড়িগঙ্গার তীরে বালি ভর্তি ট্রাক
অপেক্ষা করে
আর আমি সকাল হতে বিকাল পর্যন্ত
দুঃখ বিক্রি করে যাই
দুঃখ বিক্রি করতেও ক্রেতা চিনতে হয়
দরদাম করতে হয়
ভর সন্ধ্যায় দোকানটা প্রায় খালি হলে
আমি নেমে যাই রাস্তার উদ্দেশ্যে
তখন বুড়িগঙ্গার ওপর হতে সার সার
হাজার হাজার ট্রাক ছুটতে থাকে, দুদ্দার
রাজপথ কাঁপতে থাকে
দোকানটাও কাঁপতে থাকে, থত্থর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।