আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাক সমাচার

...আমার নিজের কথা....

ট্রাক কেউ তাকে ডাকে যমদুত, কেউ ডাকে রাস্তার রাজা। ট্রাক নিয়ে বেশ কিছু কৌতুক আছে যা আপনারা অনেকেই হয়ত জানেন। এর মধ্যে দুটো কৌতুক আমার খুব প্রিয়। 1টা হলো: হাসপাতালের বেডে শোয়া এক ট্রাক ড্রাইভারকে সাংবাদিক জিজ্ঞেস করছে, দুর্ঘটনাটা কিভাবে হলো বলুনতো? ট্রাক ড্রাইভার বলছে, প্রথমে একটা কার আইলো হেইডারে সাইড দিলাম, এরপর একটা বাস তারেও সাইড দিলাম, এরপর আইলো একটা বিরিজ হেইডারে সাইড দেওনের পর আমার আর কিছু মনে নাই। 2য়টা হলো: সাংবাদিক ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করছে, আপনার ট্রাকেতো স্পিডোমিটার নেই, স্পিড বোঝেন কেমনে??? ড্রাইভার বলছে, কাপাকাপি ছাড়া 20 কি:মি:, ট্রাক কাপলে 40 কি:মি:, যখন ট্রাক সহ আমি কাঁপি 80 কি:মি:। যাইহোক, আমি গত একবছর ট্রাক নিয়ে গবেষনা করতে গিয়ে একটা মজার জিনিস আবিস্কার করেছি। সেটা হলো ট্রাকের রেজিষ্ট্রেশন নাম্বার ট,ড,ন এই তিনটা আক্ষর দিয়ে শুরু হয়। ট্রাকে অনেক রকম সাহিত্য চর্চা ও হয়। আমার চোখে পড়া কয়েকটা লাইন দিলাম। --সমগ্র বাংলাদেশ 5 টন-- --100 হাত দরে থাকুন-- (প্রকৃতপক্ষে জ্যাম লাগলে 1 হাত দুরে ও থাকেনা) --জন্ম থেকে জ্বলছি, ডিজেল আমি বলছি-- --যদি থাকে পেট ভরা, ভই করিনা দেশ ঘোরা-- --ডিজেলের দাম এত বাড়লে খাব কি??-- --মুজে আপকো দোয়া চাহিয়ে-- --হরন দিন--(হরন পড়তে পড়তে এখন আমার মনে হয় হর্ন ভুল) --আমাকে ডিজেল দিন-- --মা চলেছি পাহাড়ের পথে, ফিরে আসিব আল্লার রহমতে--

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।