বসে বসে একা একা দূর আকাশে মেলেছি পাখা
অনেক দূরের পথ পেরিয়ে অনেক দূরের বন
চলছি হেঁটে একলা আমি, নেই সাথে কোন জন।
তারায় তারায় পথটি এঁকে, সূর্য্যগতির দিকটি ভেবে
পায়ে পায়ে এলাম চলে, কত যে লোকলোকান্তরে।
সবুজ রেখা দিচ্ছে ধরা দিগন্তের পারে
সমীতে তার গন্ধে ভরা মাতাল হাহাকারে।
সুন্দরের নেই যে শেষ,আকাশ পাতাল লাগছে বেশ।
ইচ্ছে শুধু জানার বাকি,নিখীলটাকে দেখবে আঁখি।
ভাবনা ডানায় মনটা উড়ে, এমনই সময় গেলাম পরে!
আব্বু ডেকে বলে সোনা,সন্ধ্যা সাঝেঁ ঘুমোতে মানা!
পড়াশুনায় দিলে ফাঁকি লাড্ডু পাবে তবে,
তাই তো বলি সোনা আমার, মজা করে পড়তে তোমায় হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।