আমাদের কথা খুঁজে নিন

   

শৈশব স্মৃতির রোমন্থনঃ 'দ্যা এ্যাডভেঞ্চার অব সিন্দবাদ'

আবীর শাকরান মাহমুদ

সেদিন ইউটিউব ঘাটতে গিয়ে 'দ্যা এ্যাডভেঞ্চার অব সিন্দবাদ' এর ভিডিওটা চোখে পড়ল। এবং বিশেষ করে ইন্ট্রোর মিউজিকটা শুনে সত্যি একটু বেশিই নস্টালজিক হয়ে গেলাম। আমাদের ছোটবেলা পুরোটা কেটেছে এগুলা দেখেই। চ্যানেল বলতে ছিল একমাত্র বিটিভি। শুক্রবারের ৮টার খবরের পর চলত এটা।

শুধু এটাই নয়, অন্য কোনদিন চলত রবিনহুড। মঙ্গলবারে রবোকপ। কিংবা ম্যাকগাইভার। কখনো টিম নাইট রাইডার। ছিল হারকিউলিস।

আবার শুক্রবারের ১০টার খবরের পর এক্স ফাইলস। দুটা এপিসোড করে এক একটা কেস এর সমাধান হত। উফ!! এজন্য সারা সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকতাম নেক্সট এপিসোডের। সন্ধ্যা হলে একটু পড়ালেখা করতাম আর ৮.৩০বাজার জন্য ওয়েট করতাম। আর বাজলেই আর পায় কে? আব্বা-আম্মা সবাই মিলে বসে পড়তাম দেখতে।

সাথে মায়ের রান্না করা রাতের খাবার। দেখতে দেখতে মুখের খাবার মুখেই থেকে যেত। গিলতেও ভুলে যেতাম। আমাদের নাইন্টি'স জেনারেশন এর এমন একজনকেও হয়তো পাওয়া যাবে না, যে এটা দেখে নস্টালজিক না হয়ে থাকতে পারবে... টাইম কেটে যায় খুব দ্রুতই। এখন কত কিছু বের হচ্ছে।

কত্ত ভালো গ্রাফিক্স, ঘটনার মার-প্যাঁচ, টুইস্ট সহ সিরিজ বের হচ্ছে। আমাদের বাচ্চা-কাচ্চারা আরো কত ডেভেলপড কত কিছু পাবে। হয়তো পাবে xbox 4, ps6 কত কিছু!! কিন্তু তারা এগুলাতো পাবে না আর। ওদের তখন এগুলা দেইখাইয়া দেখাইয়া বলব, ডরেমন-ডুরেমন যতই দেখ, এগুলার মজা তোমরা বুঝবা না। বইস্যা বইস্যা মুড়ি খাও, যাও... ভিডিওটার ইউটিউব লিঙ্ক এখানেঃ http://www.youtube.com/watch?v=mT5BOys-33o


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।