♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম
কবি রফিক আজাদ সুসং দূর্গাপুরকে বাংলাদেশের ভূস্বর্গ বলে আখ্যায়িত করেছিলেন তার কথার রেশ ধরে বলতে চাই এই শীতে ঘুড়ে আসুন সুসং দূর্গাপুর। মেঘালয়ের পাদদেশে সোমেশ্বরী তটিনীর ধারে; শান্তির নীড় পেতে বসে আছে যেন আপনারই অপেক্ষায়........।
কিভাব যাবেন-
-------------
ঢাকা মহাখালী থেকে সুসং দূর্গাপুরের সিটিং সার্ভিস, চেয়ারকোচ সার্ভিস সহ আরো বিভিন্ন সার্ভিসের গেইটলক বাস পাওয়া যায়।
এছাড়া ব্যাক্তিগত ভাবে আপনার মাইক্রো,জিপ,কিংবা মটর সাইকেলেও আসতে পারবেন।
কোথায় থাকবেন-
----------------
বিরিশিরি,ওয়াই.এম.সি উপজাতীদের অন্যতম গেষ্ট হাউজ যেখানে থাকার সুব্যাবস্থা রয়েছে।
এছাড়া ওয়াই.ডব্লিও.সি কিংবা হোটেল গুলশান ও ডাকবাংলোতেও থাকার সু-ব্যাবস্থা আছে।
যাবার সময় অবশ্যই ক্যামেরা,বাইনোকুলার,শীতের কাপড় এইসব নিতে ভূলবেন না।
আসুন এবার দেখি,
সুসং দূর্গাপুরের গারো পাহাড় আর চিনামাটির পাহাড়ের কিছু ছবি।
-------------------------------------------
মেঘালয়ের গারো পাহাড়।
পাহাড়ের উপর বি.ডি.আর ক্যাম্প।
নীল লেকের নীল পানি যা হাতে নিলেই সাদা হয়ে যায়।
ভর দুপুরের নীল লেক।
চীনা মাটির পাহাড়।
শুকিয়ে যাওয়া কূয়াশাচ্ছন্ন সোমেশ্বরী।
গ্রাম বাজারে আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।