আমাদের কথা খুঁজে নিন

   

ভূস্বর্গ

আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই,

ধরার যে ক্ষুদ্রপ্রান্তে আমার নিত্যযাপন, সেখানে দুঃসহ নিয়ন আলোয় ঝলসে উঠেনা বন্দী রজনী। খোলা আকাশ থেকে চাঁদের তীর্যক আলো নদীর জলে শুদ্ধ হয়ে আত্মা থেকে আত্মা ঈশ্বরীক অকৃত্রিম দানে দীপালোকিত হয়। এখানে বিলু্প্তপ্রায় কান্নায় আছে অসহ্য সুন্দর অথচ তীক্ষ্ণ নমনীয়তা, আর অমলিন স্ফটিক হাসির দীর্ঘতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে কাব্যময় ভালোবাসা। সবুজের ডালেডালে হলদে পাখির মধুভরা কুহুতানে- বালিচরে কাশফুলের শুভ্রতায় মানষিক ক্ষুধা মেটাই, বুনো হাওয়ায় অবুঝভাবে হেলেদুলে- অযুত-নিযুত পুষ্পমঞ্জুরীর সুঘ্রানে পিপাসাকে ছুটি দেই। স্নিগ্ধশ্যামল সৌন্দর্যের মায়াজালে ইচ্ছেঘুড়িকে উড়িয়ে, ভাতৃত্বের সৌদামিনীতে আপনখেয়ালে ডুববো-ভাসবো। স্বাগতম আমার ভূস্বর্গে কথা দিলে আসতেই হবে। মাসুদ পারভেজ অপু ৩০শে জুলাই ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।