আমাদের কথা খুঁজে নিন

   

একটা গলপো.... ;-) ছোট...

ভিন্ন কিছুর অপেক্ষায়.....

বিঃ দ্রঃ ;-) এইটা আমার গলপো জাতীয় পথম পুস্ট। আগে কহনো এ্যামন পুস্ট দেওয়ার কতা চিন্তা করিনাই। পাব্লিক বইলা একটা জিনিস আছে ত....তাই সামুর অফপিক টাইমে পুস্টাইলাম । ****** "সতর্কীকরণ" নিয়ন বাতির আলোয় তার চেহারাটা দেখা যাচ্ছে। তবে খুব একটা ভালোভাবে বুঝা যাচ্ছে না।

একটা আলো-আঁধারীর খেলা চলছে। ছেলেটাকে খেয়াল করার চেষ্টা করছে পূণ্য। ভুতের আড্ডা রেস্টুরেন্টের সামনে কার পার্কিং এ দাড়িয়ে আছে ছেলেটা। লম্বা, গায়ের রং শ্যামলা। তবে ঠোঁটটা কালো।

দু'কানে এয়ারফোন গোঁজা। হয়ত কারো জন্য অপেক্ষা করছে। ...পূণ্যর মস্তিষ্কের জানালায় একটা আবছা স্মৃতি উঁকি দিয়ে যায়। অনেক আগের একটা দিনে হারিয়ে যায় সে...। আনমনেই হেসে ওঠে।

পূণ্য কি করবে এখনও ঠিক করতে পারছে না। একবার ভাবছে কাছে গিয়ে বলবে.., আবার ভাবছে যে না, থাক; বলার দরকার নেই। সে যেমন আছে তেমন ই থাকুক। তাই আর না দাঁড়িয়ে থেকে পুণ্য সিঁড়ি বেয়ে উঠতে লাগল। পূণ্যর বড়ভাই অয়ন নিতে এসেছে পূণ্যকে।

গাড়িটা নিচে পার্ক করে রেখে এসেছে। গাড়ি পার্ক করার সময় বিষয়টা অয়নও খেয়াল করেছে। -কিরে, তোর পছন্দ হয়েছে এটা? -হ্যাঁ। -নিবি? -হ্যাঁ। -ঠিক আছে, আপনি তাহলে এটাই দিয়ে দ্যান।

****** ছেলেটা তখনও দাঁড়িয়েই ছিল। পূণ্য এবার আর থাকতে পারল না। দ্রুতপদে হেঁটে ছেলেটার সামনে গিয়ে বলল..." এই যে, আপনার প্যান্টের জিপারটা খোলা; লাগিয়ে নিন। ভালো দেখাচ্ছে না। " ****** এই পরযন্তই গলপো শ্যাষ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.