চাকরির প্রলোভন দেখিয়ে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে দুই বোনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ বিকেলে সাতক্ষীরার কলারোয়ার গাড়াখালি সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দুই বোন হলেন, যশোর সদর উপজেলার পালবাড়ি গ্রামের বাবর আলির মেয়ে পারভিন আকতার ও পান্না আক্তার।
বিজিবি-৩৮ অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাজহার জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তারা বিজিবিকে জানায়, কলারোয়ার কেড়াগাছির কুটিবাড়ি গ্রামের মুজিবর রহমানের ছেলে নারী পাচারকারী মাহবুবুর রহমান ভারতে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাচার করছিল।
পাচারকারীকে গ্রেফতার করা যায়নি উল্লেখ করে তিনি জানান, দুই বোনকে কলারোয়া থানা পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।