আমাদের কথা খুঁজে নিন

   

সামুর ব্যাকরণ জানতে চাই

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

আমার খুব বেশী দিন হয়নি সামুতে। কিন্তু আসার আগে ও পরে অনেক নতুন নতুন শব্দ/কথা আমি দেখতে পাই। যার অনেক গুলোই আমার অজানা। অনেক দিন ধরে এ গুলো জানবো জানবো করে জানা হচ্ছে না।

কেউ যদি জানান আমার উপকার হয়। কিছু কিছু শব্দের পাঠ উদ্ধার করতে পেরেছি। তবে ঐ গুলো পর্যাপ্ত নয়। তাই আপনাদের কাছে এই গুলো অর্থ জানতে চাই। নীচে এই শব্দ গুলো দিলামbr /> ১.আস্তিক-কখন এক জন কে আস্তিক বলবো।

২.নাস্তিক-কখন এক জন কে নাস্তিক বলবো। ৩.ছাগু-এরা কারা। ৪.মডু-এটা না হয় বুঝলাম। অন্য কোন অর্থ থাকলে জানান। কইন্ডলি।

৫.রেসিডেন্ট ভাঁড়-এটা কি? ৬.কোবতে=কবিতা বুজলাম। ৭.সিটিজেন্ট-বুঝি না। ৮.লুল/লুলাই-এরা কারা আরো হয়তো আছে কিন্তু মনে মনে পড়ছে না। পড়লে জানাবো। তবে কথা হলো যারা এই শব্দ সমূহের গর্ভদাতা তাঁদের আমি বিনম্র শ্রদ্ধা জানাই।

বাঙালি জাতি তাঁদের কোন দিন ভুলবে না এই অবদানের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.