আমাদের কথা খুঁজে নিন

   

জোসনায় মৃণাল পোড়ে

আহসান জামান

১৪. এক পথেতো পড়েই আছে একটা জীবন খুব নীরবে আবীরবিহীন সংগোপনে একলা বিভোর খুঁজতে গিয়ে হারিয়ে ফেলা সময়ফেরী। কী আর কুঁড়োয় অন্ধকারে! তুলে নিতেই হারিয়ে গেছে ঘরের চাবি। বুক পকেটে অস্থিরতা তাড়িয়ে আনে হাড়ের বাঁধন; কাঁদছে প্রহর। অই পথেতো পড়েই আছে একটা জীবন। ১৫. নিয়ত ক্ষয় হয় স্মৃতির মোহর; ভীষণ তোড়পাড়ে তুলে আনে মুঠো মুঠো অবস্বাদ; গ্রীষ্ম-দুপুরের নিথর র্নিজনে, জেগে দেখি - মানুষ-মুখোশ। র্দপণে আগুনের ছায়া; আমার পোড়া দেহ। ১৬. জড়ো করি কালের কথন আর ক্রন্দনে গেঁথে রাখি কয়েকটি হাহাকার। জল উপচে পায়েরচিহ্নে মোহন মিছিল টেনে তোলে হাড়ের কঙ্কাল। আগের পর্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।