হয়তো এমন হতে পারে-
যতোটুকু দৃষ্টির সম্মুখে,
উন্মুখ তার সবটুকু পেতে-
অথবা অযাচিত যে!!!
শূণ্যতার থলি কখনো ভরে না-
প্রাপ্তির প্রশান্তি পায়না মন,
এক অজানা অপূর্ণতায়-
কেঁদে ফেরে জীবনের ক্ষণ,
আপনত্বে সবাই অচেনা-
চেতনায় মন বিদগ্ধ হয়।
আত্মগ্লানির সাড়া মেলে-
সবই আছে তবু কিছু নেই!
কাঙ্খিত তার কাছে ধরাধামে-
চাওয়া ছিলো যতটুকু প্রাপ্তি,
সে হতে পারে অযাচিত-
হতে পারে অপূর্ণ কান্তি-।
তবুতা একটা কিছু হয়-
অল্পতুষ্টি একই নামে থাকে,
মেধা ও মননে বড় আশা-
নিরাশার কূলে চর জাগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।