আমাদের কথা খুঁজে নিন

   

জোসনায় মৃণাল পোড়ে

আহসান জামান

আগের পর্ব ৮ নিদ্রার ওপাশে আগুনপোড়া নিরিবিলি রোদের দুপুর; তছনছ ছন্নছাড়া কবেকার ছেলেছোকরারদল। কলসীকাঁখে হেঁটে যায় সময়ের দ্যূতি আঁচলে বাধাঁ তার ব্যথিত শ্লোক। কতদূরে তুমি; নিকটতর আঙ্গিনা-উঠোন সরে গেছে আজ বহুদূর। নিশিছোঁয়াচোখ ঘুমে ভরপুর; ক্লান্তি এনেছি কুঁড়িয়ে আশার শ্লথ থেমেছে দরজায়; বন্ধ তালাচাবি। ৯ আকাশে ওড়ে অই বুনোপাখিরদল পালকে জড়িয়ে ধরে কুচি কুচি মেঘকণা; ভিজে ভিজে আমার সারাদেহ জল থৈ থৈ আড়ালে তুমি কেবল রোদেলাদুপুর।

১০ ব্যথিতহৃদয় পোড়ে নিঃসঙ্গ রাতের তাপে ক্ষয়ে ক্ষয়ে ক্ষরণের স্রোতস্বিণীনদী কাঁদে আকাশে ওড়ে একা পূর্ণিমার চাঁদ নিরবে কাঁদে এক রাতজাগা পাখি। ১১ শব্দরা উড়ছে ঝাঁকে ঝাঁকে আজ চারিদিক সুর বাজে, উৎসের চাবি খুঁজি; তোমার আঁচলে উড়ে পালের হাওয়া। আমিও উড়েছি বহুত; জলস্বর নেমে আসে ঘরে রাতের নিস্তব্ধতায় কান পেতে ভরে তুলি সুরে; ভোরের শুভ্রতা তুলে আনে সামান্য বকুলের মালা। ১২ তোমার অভিমানের পাশে আমার আকাঙ্খা পোড়ে; হঠাৎ রাগীচোখে অনুরাগ নেমে এলে মুর্হূতেই জোড়া যায় অতীতের অসংখ্য কুচিকুচি স্মৃতি। ১৩ ভাসাতে এসে, নিজেই ভাসি অহরহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।