আহসান জামান
১.
হাত বাড়ালেই আকাশ ভরা
তুলো মেঘের খেলা।
হাত বাড়ালেই বৃষ্টি-ঝড়
অতীত দিনের কথা।
হাত বাড়ালেই সকাল-দুপুর
একলা হওয়ার পালা।
২.
পলক তোমাকে দেখে, পলকহীন চেয়ে আছি,
তোমার ভিতর; আমাকে দিওনা ধমক।
৩.
কেমন করে বুকের কাছে নাচো
কেমন যেনো মায়ার চোখে ডাকো;
ভয়ে আমি এক্কেবারে চুপ
তোমার ভিতর লুকিয়ে দিয়ে মুখ।
৪.
কেনো জানি হারিয়ে ফেলি আমি
বুকের কাছে লুকিয়ে রাখা ছবি।
ইচ্ছেগুলোর পালক খসে পড়ে
মনের ভিতর অচীন তোড়পাড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।