মানুষের মনকে জানার চেষ্টায়...
আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই আমায় কতটা ভালবাস সেই কথাটা জানতে চাই
ভালবাসা যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই।
এ হৃদয়ে জ্বলছে এক যাদুর মোমবাতি তুমি আগুন হয়ে পুরছ আমায় সারা দিবা রাতি,
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বার মাস তুমি ফাগুন হয়ে রং ছোয়ালে মনের ওই নীল আকাশ,
আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই আমায় কতটা ভালবাস সেই কথাটা জানতে চাই,
এ প্রনয়ের অন্ধ হলাম প্রানের আলো তুমি দুঃখ এলে ভুলে যেওনা বাঁচব না আমি,
এ প্রানের কথা দিলাম সুর্য চন্দ্র তারা, সাক্ষি থেক মরন যেন হয়না তোমায় ছাড়া।
আমি তোমার মনের ভিতর . . . . . . . পৃথিবীকে বলতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।