প্রচেষ্টা................
আফগানিস্তানে গত ২৪ ঘন্টায় ৪ মার্কিন এবং ১ ফরাসি সৈন্য নিহত হয়েছে। আফগানিস্তানে মোতায়েন বিদেশী বাহিনীর এক বিবৃতিতে আজ আরো বলা হয়েছে, দক্ষিণ আফগানিস্তানে এক বোমা হামলায় গতকাল এক মার্কিন সৈন্য নিহত হয়েছে। এ ছাড়া আজও দক্ষিণ আফগানিস্তানে এক সংঘর্ষে ৩ মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে আফগানিস্তানে মোতায়েন বিদেশীর বাহিনী পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে। তবে কোথায় এই সংঘর্ষ হয়েছে সে ব্যাপারে এই বিবৃতিতে কোনো কিছু বলা হয় নি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দফতরের কর্মকর্তারা আজ জানিয়েছে, আফগানিস্তানে একটি বহরের উপর হামলায় ১ ফরাসি সৈন্য নিহত হয়েছে। এই হামলায় অপর এক ফরাসি সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।