"পুখু সুবু কুরু রুবু রুতু পুহুল, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু
ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেকেই কম বেশী ই-বে ডটকম' এর সাথে পরিচিত। কোন কিছু বিক্রির জন্যে এ সাইটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সাইট। কোন কিছু নিলামে বিক্রি করতে চাইলে এই সাইটটির মাধ্যমে তা অনায়াসে করা যাবে। কিন্তু খোদ নিজের দাদীমাকে নিলামে বিক্রি?
সম্প্রতি দশ বছরের এক মেয়ে তার ৬১ বয়স্কা দাদীকে বিক্রির জন্য নিলামে তুলে দিয়েছেন। আর এ ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।
নিতান্ত দুষ্টুমি করেই দাদীকে ইবে-তে তুলে দেয় দশ বছর বয়সের এই নাতনী। তবে অবাক করা ব্যাপার হলো দুষ্টুমি করে তুলে দেয়া এই বৃদ্ধার মূল্য তিন দিনে ৩১ হাজার ৮ শত ৬০ ডলারে যা বাংলাদেশী টাকায় প্রায় ২২ লাখ ৩০ হাজার ২ শত টাকায় পৌছেছে। ব্যাপারটি ইবে কর্তৃপক্ষের নজরে আসে। আর ইবে সাইটের নীতিমালা অনুযায়ী কোন মানুষকে নিলামে তোলা যায় না। আর তাই তাৎক্ষনিক পোস্টটি বন্ধ করে দেওয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।