আমাদের কথা খুঁজে নিন

   

শচীন দেব বর্মনের কন্ঠে শুনুন "কে যাস রে ভাটি গাঙ বাইয়া"

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !
কে যাস রে ভাটি গাঙ বাইয়া আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতো বইলা তোরা কে যাস কে যাস বছর খানি ঘুইরা গেল, গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না কইলজা আমার পুইড়া গেল, গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না ছিলাম রে কতই আশা লইয়া ভাই না আইলো গেল গেল, রথের মেলা চইলা তোরা কে যাস কে যাস প্রাণ কান্দে , কান্দে প্রান কান্দে কান্দে প্রান কান্দে রে, প্রান কান্দে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে, নয়ন ঝরে পোড়া মনরে বুঝাইলে বুঝে না কান্দে কান্দে প্রান কান্দে সুজন মাঝিরে ভাইরে কইয়ো গিয়া না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা তোরা কে যাস কে যাস সিঁন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে ভাইয়ের খবর আনলো না, আনলো না ভাটির চরে নৌকা ফিরা আইলো রে ভাইয়ের খবর আনলো না, আনলো না নির্দয় বিধি রে তুমিই সদয় হইয়া ভাইরে আইনো নইলে আমার পরান যাবে জ্বইলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটি গাঙ বাইয়া আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতো বইলা তোরা কে যাস কে যাস
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.