আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাক ভূতে ধরছে

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

অনলাইনে ১২৬ জন ব্লগার ও ১৮৪ জন ভিজিটর আছেন এত ব্লগার এবং ভিজিটার থাকার পরও অনেক পোস্ট কেউ পড়েন্নি এবং অনেক পোস্টে মন্তব্য নেই। ঘটনা কিতা!? একে অন্যের লেখা পড়ে মন্তব্য না করলে ব্লগে আসার এবং লেখার দরকার কি?! শুধু লগিন করেলেই কি হয়ে যায়, লেখত পড়তে বুঝি হয়না!? তবে কি নির্বাক ভূতে ধরছে? হইতারে। এখন আমার ডর লাগতাছে। কত আশায় নতুন লেখা লেখে ব্লগে পোস্ট করা হয়। কত জল্পনা কল্পনা করে একটা লেখা লেখা হয়, অমুকে পড়তে তমুকে পড়বে।

কিন্তু হায়রে পুড়া কপাল, কেউ পড়েনা। দয়া করে শুধু বলবেন্না, লেখকরা নিজের জন্য লেখেন। এটা ভুল কথা, যারা লেখা লেখি করেন সবাই চান অন্যে লেখাটা পড়ুক। কেউ না পড়লে লেখতে মন বসেন। ।

বিরক্ত করছি তাইনা? জানি আমি বিরক্তিকর। শুভ কামনা রইল। বগল বাজিয়ে বলগাও মজা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।