আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হল এই বছরের Consumer Electronics Show (CES)



প্রতিবারের মত এবারো শুরু হল টেক জগতের অন্যতম মহা সমাবেশ Consumer Electronics Show (CES) । অনুষ্ঠানটি হচ্ছে লাস ভেগাস-এ । এবারো থাকছে আকর্ষনীয় সব পন্য ও সেবার ঘোষনা ও উদ্ভোদন অনুষ্টান । ইতিমধ্যেপ কিছু পন্যের ঘোষনা এসে গেছে । এর মধ্যে দুটির বর্ননা নিচে দেয়া হল ।

Sony Dash Internet Viewer : Sony বাজারে আনছে নতুন ট্যাবলেট Dash Internet Viewer । ৭ ইন্চির এই WiFi এনাবেলড ডিভাইসটি চলবে Chumby OS এ । এর ফলে এতে ব্যবহার করা যাবে প্রায় 1,000 ফ্রি Chumby Apps । তাছাড়া Sony এর নিজস্ব স্টোরের মাধ্যমে মুভি ট্রেইলার , মিউজিক ভিডিওতো থাকছেই । তাছাড়া ডিজিটাল এর্লাম ক্লক হিসেবেও ব্যবহার করা যাবে এটি ।

এর সবচেয়ে বড় অসুবিধার দিকটি হচ্ছে এটি পোর্টেবল নয় , কারন এর সাথে কোন ব্যাটারি নেই । আশা করা হচ্ছে এপ্রিলে বাজারে পাবেন পন্যটি । Panasonic portable Blu-ray player: CES তে প্যানাসনিক বেশ কিছু পন্য নিয়ে এসেছে এর মধ্যে অন্যতম হল Panasonic portable Blu-ray player । নাম দেখেই বোঝা যাচ্ছে এটি পোর্টেবল ব্লু রে প্লেয়ার । এর রয়েছে হাই রেজুলেশন স্ক্রিন ও পাতলা গড়ন ।

এটি টিভির সাথে সংযুক্ত করে VIERA এর অন্যান্য প্রোডাক্ট ও এটাচ করা যাবে । আশা করি পরবর্তিতে আরো খবর দিতে পারব । সূত্র http://cyberfi.co.tv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.