আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলাকারী দুই যুবলীগ কর্মী গ্রেফতার



আমার দেশএর নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের দুই হামলাকারী কালন (২৪) ও লম্বা মাসুদ (২৫) কে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। গতকাল বুধবার সকালে জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে এস আই মো: কামরুজ্জামান তাঁদের গ্রেফতার করেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারের পরই তাঁদের সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়েকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর মাইজদী বাজার গ্রীন হল কমিউনিটি সেন্টারের সামনে ৭/৮জন সশস্ত্র যুবলীগ কর্মী সাংবাদিক নুরুল আমিনের ওপর হামলা করে। এ ঘটনায় রাতেই সুধারাম থানায় সাধারণ ডায়েরী করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.