ভাল লাগে বৃষ্টির রিমঝিম, ভাল লাগে ধুম বর্ষায় একাকী রাস্তায় হাটতে।
আমার অস্থিখন্ডকে কলম করেছি,
রক্তবিন্দুকে কালি
কোষগুলি ভালবাসার বণর্মালা।
হৃদকম্পন হয়েছে ছন্দ,
চোখের পলককে বিরাম চিহ্ন করে
দেহের পর্দায় লিপিবদ্ধ করেছি।
ওষ্ঠদ্বয়কে সিলমোহর,
নিশ্বাসকে ডাক-হরকরা করে
তোমার কপোল ও হৃদয়ের ঠিকানায় ছেড়ে দিলাম।
জানিনা গন্তব্য খুজে পাবে কিনা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।