চলে যাবো বহুদুর..। আমি সাগর দেখেছিলাম না, তোমার ঐ চোখ দুটো আমায় সুবিশাল সাগরের সাথে করে দিয়েছে মিতালী। নীল আকাশ আর নীচে নীলাভ পানি, সেই পানির উপর দিয়ে উড়ে যাচ্ছে এক শ্বেত সীগাল-
আমি দেখিনি এসবও, কিন্তু যখন আমি তোমায় দেখি, তোমার সৌন্দর্য যেন সেই মুহূর্তের নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্য কেই প্রকাশ করে। পড়ন্ত বিকেলে যখন মাঠের নরম ঘাসের উপর দিয়ে হেটে যাই, তখন নির্জনতার মাঝে আমি অনুভব করি তোমার উপস্থিতি। যখন পাশে তাকাই তখন-
তখন কি দেখি জানো? তোমার কৌতূহলী অভিব্যক্তি মৃদু হাসি নিয়ে তাকিয়ে আছে।
যখন রাতের আঁধারে তাঁরাদের মিটি মিটি আলো দেখি তখন এক অপার্থিব পবিত্রতায় আমার মন তোমায় খোঁজে।
চোখের পলকের মতই যেন, আমি ঘুম থেকে জেগে উঠি। নিজের স্বপ্নের পৃথিবী থেকে আমি তোমায় ছেড়ে যেতে চাইনা। তোমায় দেখতে, অনুভব করতে আমার কতই না ভাল লাগে। কিন্তু যখন আমি বাস্তবতাকে দেখি, তখন আমি তোমায় খুজে পাইনা।
কেননা – তুমি যে আজ দূরে ......... বহুদুরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।