অবশেষে ভি.এফ.এস (ইউকে ভিসা আবেদন কেন্দ্র যেটি ভারতীয় মালিকানধীন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী) এর শুভবুদ্ধির উদয় হয়েছে। গত ১৪ই ডিসেম্বর থেকে ইউকে স্টুডেন্ট ভিসায় ভ্রমণ প্রত্যাশীদের অনলাইনে আবেদনের সময় বুকিং প্রথা চালু করে। কিন্তু ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে খুবই সীমিত সংখ্যক লোক বুকিং দিতে পারত। ভারতে ই-মেইলে বুকিং প্রথা চালু থাকলেও । বাংলাদেশের ক্ষেত্রে সেটি চালু ছিল না। কিন্তু কাল থেকে ই-মেইলে বুকিং চালু হওয়ায় অনেকে স্বস্থির নিঃশ্বাস ফেলছেন। যারা বুকিং দিতে চান তবে- নিজের নাম (পাসপোর্টে যেরকম লিখা), পাসপোর্ট নং, ক্লাস শুরুর তারিখ ও আবেদন কেন্দ্রের নাম উল্লেখ করে সকাল ৮:০০-২:০০ এর মধ্যে আবেদন করতে হবে।
ইমেইল ঠিকানাঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।