আমি একজন প্রতিভা শূণ্য মানুষ বন্ধু ------------------শিপলু & রাসেল সাগর অতলে থেকো রবো আমি সেখানেই, আকাশ অসীমে যেয়ো পাবে সেথা অচিরেই। যদি না পাও মোরে – ফেলিও না জল, অসীম আকাশ হব – সাগর অতল। কোথা তুমি হারাবে? পথ থামে সীমানায়, রবো আমি অসীমে। হারাবো নিশীথে জ্যোৎস্নার বিরহেতে, তুমি কি আসিবে জ্যোৎস্নায় ভেজাতে! নদ হও, তরু হও রবো আমি ধরাতে – আমিও হারাবো তব বিনা নিশীথে। বন্ধু, পাশে থেকো ভালোবেসে, হয়েছি উজার আমি তোমারো দ্বারে। যা ছিল আমার – আমি করেছি উজার, যা আছে তোমার – দেখো তারি সমাহার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।