গাহি তাহাদের গান...
অপরের গায়ে পিক ফেলে যারা মজা করে খায় পান।
মোটরে ও বাসে পথ পাশে পাশে ছিটিয়ে রঙিন পিক
অফিসে দেয়ালে মনের খেয়ালে ভরায় চতুর্দিক,
তাহাদের মতো বেপরোয় লোক কটা আছে ধরণীতে?
মাতিয়া উঠিছে রিদয় আমার তাদের মহিমা -গীতে
তাহাদের পরে কখনো করি গোসা,
কদলি খাইয়া পথমাঝে যারা ফেলে যায় তার খোসা
সেনবাবজাদা ছিটায় যে কাদা হাঁকিয়ে মোটরগাড়ি,
ভাবে যত এই পথের দুপাশে পায়ে হাঁটা নরনারী
ইহাদের জামা প্যান্ট শাড়িগুলো ধুইতে লাগেনা টাকা
লন্ড্রিঅলারা যেন ইহাদের মামা খালু নানা কাকা
অপরের লাগি যাহাদের মনে কোনোই ভাবনা নাই,
সাকল-সাঁঝেতে সকল কাজেতে তাহাদের গান গাই,।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।