আমাদের কথা খুঁজে নিন

   

গাহি সাম্যের গান



গাহি সাম্যের গান.. উঁচু নিচু বিভেদ ভুলিয়া,..ওষ্ঠ হইতে তালুতে-দন্তে.. রণ ভঙ্গ মরু প্রান্তে;.. মানবতার বিজয় পতাকা... শিরা- উপশিরা রন্দ্রে রন্দ্রে।..ধর্ম আমার বর্ম যে নয়,..কর্ম আমার ফল.. মানবতার দুয়ারে আজ.. কালনাগিনীর ছল।..উত্থান আর পতনের মাঝে.. ধ্বণিত হয় বিবেকের কাছে.. বিত্ত-বৈভব,অর্থ নগদ.. সব কিছু চিত্তের শব.. সাম্য সেথা মানবতা যেথা.. মুখ থুবড়ে পড়ে না এথা.. বুনিয়াছি আছ নিজ হাতে.. নিজের আপন প্রাণ।..গাহি আজ ঊষার বুকে.. সাম্য থাক সবার সুখে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।