উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
মুছে গেছে বক্ষবন্ধনীর শ্লোক
খালি পড়ে আছে হলুদ পাতা
নদীর প্রতিবিম্ব
নিঃস্ব মানুষের ভিড় ঠেলে আছড়ে পড়ছে
দেওয়ালে টাঙানো রুমালে
জানালার রক্তিম মুখে ফুটে উঠছে ঘোর
কোথাও কারো পায়ের নিচে বেজে উঠছে
শুকনো পাতার মচমচ
অধীর দুজনা দুদিকেই উত্তাল ঢেউ
একজনার কালো টিপে দুলে উঠছে ভোর
অন্যজনা গভীর তন্ময়ে খুলে রেখেছে দুল
নির্জনে টোকা দিয়ে খুলে রেখেছি দোর
হলুদ পাতার পুরনো আয়নায় দেখবো এবার
দুজনারই খুলে পড়া চুল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।