আমাদের কথা খুঁজে নিন

   

আমারব্লগ কি কোন কমুউনিটি ব্লগ? নাকি পাড়ার বখাটেদের আড্ডাস্হল??



আমি গত কয়েকমাস ধরে নিয়মিত আমারব্লগ পড়ি। সেখানে সামহোয়ার ব্লগ থেকে বিতাড়িত (অরন্য, আইজুদ্দিন ইত্যিদি), ব্যান খাওয়া (প্রলয়, রুবেল ইত্যাদি), পালিয়ে যাওয়া (এস্কিমো) ইত্যাদি ব্লগাররা ব্লগিং করেন। এর বাইরে জাপান-কোরিয়া-লন্ডনের কিছু "ব্লগার" ও ব্লগিং করেন বলে জানতাম। কিন্তু নিয়মিত কিছুদিন পড়ার পর আমার ভ্রম ভাঙ্গে। অশ্রাব্য গালি-গালাজ, অনৈতিক ব্লগ পরিচালনা, কথায় কথায় পোষ্টদাতার বাপ-মা তুলে গালি দেওয়া, নারী ব্লগারদের হেনস্হা করা ছাড়াও ইউজি নিক সংক্রান্ত ঘটনায় বোঝা যায় যে এটা একেবারেই কমুউনিটি ব্লগিংয়ের সংজ্ঞায় পড়ে না। এটা কিছু বখে যাওয়া পরস্পরকে চিনে এইরকম কিছু লোকের চ্যাট রুম মাত্র।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.