লিখেছেন : রাশেদ মামুন ০৮ ডিসেম্বর (মঙ্গলবার), ২০০৯ ৫:৪৯ পুর্বাহ্ন
১. সরব, বখতিয়ার, হিডেন স্ট্রীট এক মহারথীর ((সুশান্ত দাশ গুপ্তের)) নিক। এই মহারথী সরব ও বখতিয়ার নিকে জামাতী সাজে, আবার আওয়ামীপ্রেমী হয় হিডেন স্ট্রীট নিকে । আবার আসল নিকে এসে সাধু, অ্যাডমিন। এছাড়া তার অন্যান্য নিকের মধ্যে রয়েছে কেক বাংলাদেশ, কুপি পেস্ট ব্লগ, কেয়ারফুল্লি কেয়ারলেস, স্ট্রীট ম্যাপ, সরব, বখতিয়ার। অডিও রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, "....অথচ ব্লগে ইচ্ছে করে জামাতী নিক চালু করে পাল্টা নিক এনে দৌড়ানো দেয়া হয় ।
সবাই এক । নিজেরাই জামাতী, নিজেরাই আওয়ামী, নিজেরাই বিএনপি, নিজেরাই জাতীয় পার্টি । "
২. আমারব্লগের পেছনে তার (সুশান্ত দাশ গুপ্তের) ১৮ হাজার ইউএস ডলার খরচ হয়েছে। অডিও রেকর্ডে তিনি স্বীকার করেছেন, আমারব্লগের খুঁটি ধরে তিনি সিলেট থেকে এমপি হবেন অথবা উপরে উঠবেন।
৩. অডিও রেকর্ডের ভাষ্য-
".....এই মহারথীকে আমি জিজ্ঞেশ করেছিলাম , “টিপাইমুখী বাঁধ নিয়ে তো কিছুই বলছেন না আপনি ।
আপনি এত বড় অন্যায়ের কথা কেন বলছেন না?” আমাকে তিনি জানান, দেন, 'হাই কমান্ড থেকে পুরো চুপ করে থাকার নির্দেশ এসেছে। ' হায়রে হাইকমান্ড !! যেখানে দেশের থেকে দলীয় হাইকমান্ডের নির্দেশ বড় হয়ে যায় সেখানে এইসব লোকেরা আবার দেশের পক্ষে কথা বলে! এ কেমন ভন্ডামী?...."
http://rashedmamun.amarblog.com//posts/93324/
আরো বিস্তারিত : http://fiveug.wordpress.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।