আমাদের কথা খুঁজে নিন

   

আমারব্লগ ও সামহ্যোয়ার ব্লগের দুই বন্ধুর মধ্যে কল্পিত সংলাপ-

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

রাস্তায় হঠাৎ দুই বন্ধুর দেখা। দু’জনই ব্লগার। আমারব্লগের বন্ধুটি প্রথমে সামহ্যোয়ার ব্লগের বন্ধুটিকে বলল- “ কিরে, কেমন আছিস? কোথায় যাচ্ছিস? সামু: ভালো আছি। এইতো একটু বাইরে ঘুরতে যাচ্ছি। তা তুই কেমন আছিস? আমু: ভালো।

খুবই ভালো আছি। আমিও কি তোর সঙ্গে ঘুরতে যেতে পারি? সামু: অবশ্যই। আমারও একজন সঙ্গীর প্রয়োজন ছিল। যাই হোক। দু’জনে জম্পেশ আড্ডা দেয়া যাবে।

*** তারপর তারা দু বন্ধুই তাদের গন্তব্যস্থলের দিকে হাঁটা শুরু করলো। একটু পরেই তারা সেখানে গিয়ে পৌঁছল। আমু: কিরে ব্লগে তোর লেখালেখির খবর কি? ব্লগে নিয়মিত লিখছিস তো? সামু: হ্যাঁ, লিখছি। তবে নিয়মিত লিখতে মন চায় না। অবশ্য এর পেছনে কারণ ও আছে।

আমু: কেন মন চায় না? আর কি কারণ? সামু: শোন। তুই আমার প্রিয় বন্ধু বলেই বলছি। আমি যে সামহ্যোয়ারে লিখি, এই ব্লগে খুবই রাজনীতি চলে। এর জন্যই মূলত লিখতে মন চায় না। আমু: বলিস কি! কোন ধরনের রাজনীতি চলে? একটু খোলামেলাভাবে বল।

সামু: বলছি, রাজনীতি বলতে এখানে অনেক রকমের ব্লগার আছে। তারা লেখাগুলি একেক দৃষ্টিকোণ থেকে দেখে। যেমন- “আমি বর্তমান সরকার আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ডের যৌক্তিক ত্রুটিগুলো নিয়ে লিখলাম। তখন দেখা যাবে কি, আমাকে কিছু লোক মিলে “ছাগু” বানানোর অপচেষ্টা করছে। আবার, বাংলাদেশের প্রতি ভারতের নিপীড়নমূলক আচরণগুলো নিয়ে যদি লিখি তখনও কিছু ব্লগার বলবে আমার নাকি পাকিস্তান প্রীতি আছে।

আমি নাকি জামায়াতের চেলা। রাজাকার। অপরপক্ষে, বিএনপি’র কর্মকাণ্ডের যৌক্তিক ত্রুটিগুলো নিয়ে আমি লিখলাম। তখনও দেখা যাবে কিছু ব্লগার মিলে আমাকে “ভাকুর তথা ভাজাকার” বানানোর অপচেষ্টার করছে। আবার, একাত্তরে পাকিস্তানীদের পৈশাচিকতা নিয়ে লিখলেও কিছু ব্লগারের অন্তরে আঘাত লাগে।

তখন তারা বলবে, আমি নাকি ভারতের দালাল। তো এই হলো অবস্থা। আর ফ্যাশনেবল নাস্তিক-আস্তিকের দন্দ্ব তো লেগেই আছে। এই কারণেই লেখার ইচ্ছে হয় না। আমু: বলিস কি! আমারব্লগে ও তো ঠিক একই অবস্থা।

তবে আমারব্লগে এভাবে বলতে কিছুটা ভয় পায়। কারণ, আমারব্লগ মডারেশন বিহীন। এই কারণেই একটু স্বস্তি পাই। তবে প্রকৃত স্বস্তি পাই না। মডারেশন না থাকার ফলে কিছু সমস্যাও হয়।

যেমন, অতিরিক্ত গালাগালি। তবে যেহেতু, মডারেশন নেই সেহেতু, যে গালাগালি করে তার ওপরও পাল্টা আক্রমণ চলে। তাই সহজে কেউ কাউকে গালাগালি করতে চায় না। সামু: তাহলে এই তোর আমারব্লগের অবস্থা? যাক। মডারেশনের কথা যখন বলেছিসই তাহলে এ ব্যাপারে কিছু বলি।

সবকিছুরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে। সো, মডারেশনেরও আছে। সামহ্যোয়ার ব্লগে সবচেয়ে বড় যদি কোন হরিদাস পাল থেকে থাকে তাহলে সেটা হলো মডারেশন। মডারেশনের দ্বৈত নীতির কারণে অনেক ব্লগারই সামহ্যোয়ার ছেড়ে চলে গেছে। মডারেশন মানেই একটি গ্রুপের পক্ষালম্বন করা।

এটা সত্যি। এই মডারেশনের খড়গে অনেক নির্দোষ ব্লগারও বলী হয়, হয়েছে। দুর্বল মডারেশন থাকার চেয়ে না থাকাই ভালো। মডারেশনের সুবিধা-অসুবিধা তো আছেই। আবার আরেক বাড়তি সমস্যা হলো এই ব্লগের রেসিডেন্ট ভাঁড়।

তাদের কারণেই মডারেশনের মর্যাদা অনেক ক্ষুন্ন হয়েছে। এই রেসিডেন্ট ভাঁড়গুলোর বিরুদ্ধে কোন ব্লগার কিছু বললেই সেইসব ভাঁড়দের কথামতো তাদের যৌক্তিক বিরুদ্ধবাদীদের কুরবানী করে দেয়। এটা বড়ই অস্বস্তিকর। যাকে বলে মরার ওপর খাঁড়ার ঘা। তো এই হলো মডারেশন, আর এই হলো রেসিডেন্ট ভাঁড়।

আমু: যাক বাবা। আমারব্লগের আমরা তাহলে এই জ্বালা থেকে মুক্ত। শান্তিতে ব্লগিং করতে পারি কিছুটা। তো এই সমস্যা থেকে উত্তরণের কি কোন পথ নেই তোদের? সামু: সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। কে প্রকৃত অপরাধী তাকে সনাক্ত করেই শাস্তি দিতে হবে।

আর রেসিডেন্ট ভাঁড়গুলোকে কুরবানী করতে হবে। তাহলে যারা সামহ্যোয়ার ছেড়ে চলে গেছে তারাও ফিরে আসবে। সেইসাথে নতুন ব্লগারও বহুগুণে বাড়বে। আমু: এতক্ষণ মডারেশন ও রেসিডেন্ট ভাঁড়দের কথা বললি। এবার বল, সামহ্যোয়ারে আবার লুল, চামচা নেই তো? সামু: কি বলিস, নেই মানে।

কিংবদন্তীপর্যায়ের লুল আছে। বিখ্যাত, বিখ্যাত চামচা আছে। নেই কি? সব আছে। আমু: লুল, চামচা, আমারব্লগেও আছে। তবে এতো উচ্চপর্যায়ের না।

খ্যাতির দিক দিয়ে তোদের চেয়ে অনেক কম। হা হা হা। সামু: আমাদের সামহ্যোয়ারে প্রযুক্তিগত যেসব সুবিধা আছে তা তোদের আমারব্লগে নেই। আর পৃথিবীর সবচেয়ে বড় বাংলা ব্লগের খ্যাতিটাতো আমাদের ললাটেই। আমু: এটা মানতেই হয়।

তোদের সামহ্যোয়ার ব্লগ সর্ববৃহৎ বাংলাব্লগ। তবে প্রযুক্তিগত দিক দিয়ে কিছু ত্রুটি আমারব্লগে আছে, যা তোদের সামহ্যোয়ার ব্লগে নেই। আফটার অল, তোদের সামহ্যোয়ার ব্লগ সবদিক থেকে সেরা এটা মানতেই হবে। সামু: না মেনে উপায় থাকলে তো! আমু: যাই হোক, আমি আমারব্লগের শণৈ শণৈ উন্নতি কামনা করি। তোকে আমারব্লগে রেজিঃ করে লেখার জন্য দাওয়াত রইলো।

সামু: আমিও মনেপ্রাণে সামহ্যোয়ার ব্লগের পূর্ণ সমৃদ্ধি কামনা করি। কামনা করি নতুন নতুন ব্লগার আসুক, লিখুক, জানুক। আর তোকেও সামহ্যোয়ারে রেজিঃ করে লেখার দওয়াত রইলো। *** সামু: এবার উঠি রে। অনেক কথাই বললাম।

অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। এবার বাড়ি ফিরতে হবে। আবার দেখা হবে। ভালো থাকিস। আমু: তুইও ভালো থাকিস।

আল্লাহ হাফেজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.