আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত প্রতিমা



আমার মনমন্দিরে গড়েছি নিখূঁত করে যতটা গড়া যায়ৎ নিজের খেয়ালে তোমারই প্রতিমা। রাঙ্গিয়েছি হিয়ার সব রং-এ যতটা সু্শ্রী করে তোমাকে রূপ দেওয়া যায়- তবুও মনে হয় কি যেন হয়ে উঠেনি- কি যেন একটা তোমার মধ্যে অনুপস্থিত সেটা আবিস্কার করতে পারিনি, সত্যিই আজও পারিনি। তন্ময় চিত্তে গেঁথেছি সর্বক্ষন তোমার প্রাপ্যতার সব প্রাপ্য পাইয়ে দিতে, তবুও মনে হয় কি যেন আজও- তোমায় দিতে পারিনি। বারংবার প্রশ্ন দোলে মনে আমি কি হেরে গেলাম মন প্রতিমা গড়ার খেলায়? নাকি এ প্রতিমা গড়ার কারিগর অন্যকেউ? অন্য কেউ জানে এ সৃষ্টির- যবণিকার নিপূনতার মন্ত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।