আমাদের কথা খুঁজে নিন

   

পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপির বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে এমন হুমকি দেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল ইসলাম সজল বাদী এ মামলা করেন।   দণ্ডবিধির ৫০৬ ধারায় আসামির শাস্তি চেয়ে মামলাটি করা হয়েছে।

মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ হাসিবুল হকের আদালতে মামলাটি দায়ের করা হয়। আজ মহানগর হাকিম হাসিবুল হাকের আদালতে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।

মামলার বলা হয়, গত ১৬ অগাস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক শোকসভায় বিশেষ অতিথির বক্তৃতায় লতিফ সিদ্দিকী বলেন, ‘আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করা হবে’। সেদিনই বিভিন্ন টেলিভিশনে পাটমন্ত্রীর ওই বক্তৃতা প্রচার করা হয় এবং পরদিন বিভিন্ন পত্রিকায় তা প্রকাশ পায়।

বাদী বলেছেন, তিনি নিজে জাতীয়বাদী দলের একজন সক্রিয় কর্মী। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা ‘শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে’ তিনিও অংশ নেন। কিন্তু লতিফ সিদ্দিকীর ‘হুমকির কারণে’ বাদী ও বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আর্জিতে উল্লেখ করা হয়।

পাটমন্ত্রীর ওই ধরনের বক্তব্যে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও দাবি করেছেন কামরুল ইসলাম।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.