আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।
'মাগুরছড়া ব্লো-আউট'-এর প্রকাশনা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতঃ
আমার রচিত গ্রন্থ 'মাগুরছড়া ব্লো-আউট'-এর প্রকাশনা উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র শ্রীমঙ্গল শাখার উদ্যোগে গত ৩১শে ডিসেম্বর ২০০৯ ইং রোজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় শ্রীমঙ্গল শহরের রশিদ মার্কেটের ২য় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন 'মাগুরছড়া ব্লো-আউট' শীর্ষক গ্রন্থের প্রনেতা সৈয়দ আমিরুজ্জামান, কবি মাইবম সাধন, সাংবাদিক তাপস কুমার ঘোষ, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মী মাসুমা আক্তার সূচী, মাহমুদা আক্তার রনি প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৫ সালের ১১ জানুয়ারী বাংলাদেশ সরকারের সাথে মূল চুক্তি পিএসসি সম্পাদিত হয়। ১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়া ব্লো-আউটের পর অক্সিডেন্টাল ক্ষতিপূরণের কোনো অপশন না রেখে ১৯৯৮ সালের ২৫ নভেম্বর সম্পূরক চুক্তি সম্পাদন করে। যা ছিল সম্পূর্ণ অবৈধ। ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে এই সম্পূরক চুক্তি বাধা, সুতরাং তদন্ত রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় করতে হলে এই চুক্তি বাতিল করা প্রয়োজন। এছাড়াও মাগুরছড়া ব্লো-আউটের কারণ, ক্ষয়ক্ষতির মাত্রা, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবসহ ক্ষতিপূরণ আদায়ে সরকারের উদ্যোগহীনতা নিয়ে আলোচনা করেন। বক্তারা ক্ষতিপূরণ আদায়ে সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।