মাগুরছড়া ব্লো-আউটের একযুগ পূর্তিতে শ্রীমঙ্গলে মানব বন্ধন ও সেমিনারঃ ১৪ জুন মাগুরছড়া ব্লো-আউটের একযুগ পূর্তিতে ক্ষতিপূরণ আদায়সহ ১০ দফা দাবীতে 'মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি'র উদ্যোগে সকাল ১০ টা থেকে সকাল ১০.৪৫ টা পর্যন্ত শ্রীমঙ্গল চৌমুহনাতে ৪৫ মিনিটের মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, একুশে টিভি'র স্থানীয় সাংবাদিক বিকুল চক্রবর্তী। মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ইকরাম রানা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বিনোদন থিয়েটার।
এ ছাড়া ১৪ জুন বেলা ১১ টায় স্থানীয় লেবার হাউজের হলরুমে 'মাগুরছড়া ব্লো-আউটের একযুগ পূর্তি : ক্ষতিপূরণ আদায়ে কী করা যাবে' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক এম শামসুল আলম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ আমিরুজ্জামান। সভাপতিত্ব করেন মোঃ জাহেদুর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।