আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।
শ্রীমঙ্গলে মাগুরছড়া গ্যাসসম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় দিবস পালিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সোমবার মাগুরছড়া গ্যাসসম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় দিবস পালিত হয়েছে। প্রতিবারের মতো এবারো স্থানীয় কয়েকটি সংগঠনের উদ্যোগে ১৩তম মাগুরছড়া দিবসে তদন্ত রিপোর্ট অনুযায়ী ক্ষয়ক্ষতি বাবদ ১৪ হাজার কোটি টাকা আদায়ের দাবিতে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ২ ঘণ্টার এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৃষ্টিপাত উপেক্ষা করে এতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশ মানুষ অংশ নেয়।
মাগুরছড়ার গ্যাসসম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা আবু কাওসার লাভলু, উপজেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা সদস্য ফরিদ মিয়াসহ স্থানীয় সংগঠন আলোকিত শ্রীমঙ্গল, ডিফেন্ডার উন্নয়ন সংস্থা, এমসিডা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল পৌর শাখা।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ নেতা জিল্লুল আনাম চেমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরছড়ার গ্যাসসম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, ডিফেন্ডার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোমিনুল ইসলাম সোহেল, এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, এনাম হোসেন চৌধুরী মামুন, তাপস কুমার ঘোষ প্রমুখ।
সমাবেশে বক্তারা তদন্ত রিপোর্ট অনুযায়ী ক্ষয়ক্ষতি বাবদ ১৪ হাজার কোটি টাকা বহুজাতিক কোম্পানি শেভরনের কাছ থেকে আদায়ের নিমিত্তে হাইকোর্টে দায়েরকৃত অধ্যাপক শামসুল আলমের মামলাটি রাষ্ট্র কর্তৃক আমলে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।