আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার থাকলে দেখেন, না থাকলে দেখার দরকার নাই

মন যা চায় তাই করি। "সময়ের সাথে সাথে অধিকার গুলোও হারিয়ে যায়" "যারা জীবনকে উপভোগ করতে জানে না তারা সর্বদা কাজ করে জীবন কাটিয়ে দেয়" মাঝে মাঝে দেখি অনেকেই কম্পিউটারের সমস্যার জন্য সাহাজ্য চান। তাই আমি চিন্তা করলাম সবাই যাতে নিজের কম্পিউটার নিজেই টিক করতে পারে, এই জন্য একটা পোষ্ট করি। কম্পিউটার টিক করা কোন ব্যাপারই না, শুধু দরকার কিছু সাধারন জ্ঞান ও চোখ কান খোলা রাখা। অর্থাৎ কোন ডিভাইস কিসের জন্য ব্যবহৃত হয় এবং কিভাবে এগুলো খুলতে হয় অথবা লাগাতে হয়।

আমি সাধারন কিছু সমস্যা ও তার সমাধান আপনাদের সাথে শেয়ার করি। ১. বেশির ভাগ সময়েই যে সমস্যাটা বেশি হয় তা হল, কম্পিউটার একেবারেই পাওয়ার পায় না বা রান ন্য়ে না। এ অবস্থায় গাবরে না গিয়ে প্রথমে পাওয়ার ক্যাবল ভালভাবে চেক করেন। তার পর একে একে পাওয়ার সাপ্লাই বা পাওয়ার সাপ্লাই কট গুলো চেক করুন। যদি কম্পিউটারের কুলিং ফ্যান চলে তাহলে বুঝবেন যে, পাওয়ার ঠিক আছে।

অথবা লক্ষ্য করুন সিপিউতে সবুজ লাইট জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝবেন পাওয়ার ঠিক। ২. দ্বিতীয় সমস্যা কম্পিউটার চলে কিন্তু মনিটর আসে না, এ অবস্থায় ও গাবরে না গিয়ে ভিজিএ ক্যাবল অর্থ্যাৎ মনিটর ক্যাবল চেক করেন এবং ভালভাবে ষ্কু টাইট দিন। যদি সমাধান না হয় তাহলে রেম চেক করেন রেম ভাল থাকলে রেমের স্লট পালটে দিন। অথবা রেমের কার্বন পরিস্কার করুন।

আচ্ছা কিভাবে বুঝবেন যে, রেম ভাল আছে। হ্যাঁ, বুঝার উপায় আছে লক্ষ্য করেন যে, রেম খুব গরম হয়ে গেছে কিনা। এরপরও যদি মনিটর সমস্যা না যায় তাহলে প্রসেসর খুলে আবার ভালভাবে টাইট করে বসিয়ে দিন। আপনার যদি একষ্ট্রা ভিডিও কার্ড থাকে তাহলে সেইটা সবার আগে চেক করেন। আর যদি রেম প্রসেসর ঠিক থাকে তাহলে মাদার বোর্ড এর সমস্যা বা গ্রাফিক্স এর সমস্যা সম্পূর্ন নিশ্চিত হতে অন্য কারও সাহাজ্য নিন।

৩. তৃতীয় সমস্যা বেশির ভাগ সময়েই এই সমস্যাটা ডেক্সপটএ একটু বেশি দেয়। আর তা হচ্ছে নীল স্কীন এই সমস্যাটা হয় সাধারনত রেমের জন্য, যদি কম্পিউটারে রেম কম থাকে অথবা আপনার কম্পিউটার ধরুন ছাগল কিন্তু আপনি এইটাকে দিয়ে গরুর কাজ করান তাহলেই এই সমস্যাটা হতে পারে। নতুন রেম লাগালেও কিছুদিন ধরে এই সমস্যাটা হতে পারে, তাই গাবরে যাওয়ার কোন দরকার নাই। যদি অপারেটিং সিস্টেম ফেইল কিংবা ক্রাস করে তাহলেও এই সমস্যাটা হয়। আবার প্রসেসর খুব গরম হয়ে গেলেও এইটা হতে পারে।

আরও আছে নতুন কোন হার্ডওয়্যার বা সফটওয়্যার বা কোন নতুন ড্রাইভার ইনস্টল করলে এই সমস্যাটা হতে পারে। সুতরাং গাবরে না গিয়ে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন। আপনি কি করেছেন তা আপনিই ভাল জানেন সেই আনুযায়ী ব্যবস্থা নিত। ৪. কম্পিউটার হঠাৎ করে নিজে নিজেই বন্ধ হয়ে যায়, মারাত্বক সমস্যা। আমি একবার আমার ল্যাপটপ নিয়ে এই সমস্যায় পড়েছিলাম।

এই সমস্যাটা হয় ড্রাইভারের জন্য তাই উল্টা পাল্টা বাজারের যে কোন ড্রাইভার বা কারও কাছ থেকে পাওয়া কোন ড্রাইভার ইনস্টল দেওয়া থেকে বিরত থাকতে হবে। ৫. কম্পিউটার বার বার রিস্টার্ট নেয়, এর কারন হল প্রসেসর গরম হয়ে যাওয়া। তাই কুলিং ফ্যান পরিষ্কার করুন। তার আগে ভালভাবে বুঝে নিন যে, আপনার অপারেটিং সিস্টেম ঠিক আছে কিনা। অথবা নতুন করে উইন্ডোজ দিন।

এই সমস্যাটা ড্রাইভারের জন্যও হতে পারে আবার নতুন ডিভাইসের জন্যও হতে পারে। আসলে কম্পিউটারের হাজার হাজার সমস্যা এত সমস্যা লিখতে গেলে আমার সারাদিন লাগবে, তবুও কিছু বেসিক সমস্যার সমাধান মনে হয় দিতে পারলাম। তাই কার্ও কোন সাহাজ্য লাগলে কমান্ড করতে পারেন। কোন কিছু ভুল হলে ক্ষমা করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.