যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
২০০৯ সাল প্রায় শেষ হতে চলল। আজ ২৯ ডিসেম্বর। আর ২ দিন পরেই নতুন বছরের নতুন প্রভাতের সূর্যোদয় হবে।
২০০৮ সালের ১৪ জুলাই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নামে যে স্কুলটির স্বপ্ন দেখা শুরু হয়েছিল সেটি আজ ১৪০ জন শিক্ষার্থীর স্বপ্নকে ধারণ করে দাঁড়িয়ে আছে মেঘনার বুকে। স্কুলকে কেন্দ্র করে চলতি বছর আমাদের কার্যক্রম চলেছে নিরবচ্ছন্নিভাবে।
গত ৩০ নভেম্বর ২০০৯, কোরবানী ঈদের তৃতীয় দিন মেঘনাপাড় স্কুলে কোরবানি উৎসবে সারা বিশ্বের ভার্চুয়াল বন্ধুরা যোগ দিয়েছিলেন। মাত্র ৩ দিনের প্রস্তুতিতে আমরা মেঘনাপাড় স্কুলে কোরবানি ঈদ উৎসব উদযাপন করি। এ সংক্রান্ত কিছু ছবি দেখুন-
না, এটি কোন জনসভা নয়।
মেঘনাপাড় স্কুলের শিক্ষার্থীরা কোরবানি উৎসবে ভিড় জমিয়েছে।
সেমাই চিনি বিতরণ প্রস্তুতি
ঈদের আনন্দে মেতে আছে শিশুরা।
এই সেই জেলে পল্লী, যেখানে যুগ যুগ ধরে নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো লোকগুলো বাস করছে।
কোরবানির গরু জবেহ হচ্ছে। ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে।
নদীতে ঘুরতে যাওয়ার জন্য সোহরাব মাঝির বোটে একদল ছেলে মেয়ে। এই জায়গাটি সুন্দর একটি পর্যটন স্পটও বটে।
মেঘনাপাড় স্কুলের কাছে অপূর্ব নৈসর্গিক দৃশ্য।
কোরবানির মাংস শিক্ষার্থীদের মাঝে বিতরণ চলছে।
কোরবানি ঈদের এই আনন্দ শেষে শিশুরা ঘরে ফিরবে...এই নৌকায়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।