আমাদের কথা খুঁজে নিন

   

গানে গানে, সুরে সুরে ঘুরে আসি কোরিয়ায়......

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

ইউটিউবে হাবীব আর ন্যান্সির দ্বিধা গানটি শুনছিলাম। ব্লগে কেউ কেউ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবির এ গানটির সাথে যে চিত্রটি ফুটে উঠেছে তা আপত্তিকর বলেছে। যদি ঐ গল্পের সাথে না মেলাই, তাহলে সাধারণ অর্থে গানটি চমৎকার। যেকোন মানুষের ক্ষেত্রেই মনে হয় একটা বয়সের, বিশেষ করে টিন এজারদের, চিন্তাভাবনার সাথে কথাগুলো খুব করে মিলে যাবে। গান শুনতে শুনতে মনে হলো একটু কোরিয়ান বাঁশীর সুর শুনি।

কিছুদিন আগে এক প্রোগ্রামে টিভি নাটকের সুরকারের বিভিন্ন রকমের বাঁশী বাজানো শুনে খুব ভাল লেগেছিল। এদের গানের সুরগুলো ভালই লাগে, যদিও অর্থ কিছুই বুঝি না। এরই মাঝে কেমন করে যেন কিছু বাংলা নববর্ষের ভিডিও চোখের সামনে পড়লো, মেজাজ এতো খারাপ হলো......দেখেন অবস্থা Click This Link Click This Link যাক্‌, বাঁশীর সুর শুনতে গিয়ে কিছু কোরিয়ান লোকগীতির সন্ধান পেয়ে গেলাম, এরপর খুঁজে খুঁজে আরো কিছু দেশাত্মবোধক গান, ঐতিহ্যবাহী নৃত্যও খুঁজে বের করলাম। এখানে কিছু আপনাদের সাথে শেয়ার করছি, তাদের আরো অনেক ঐতিহ্যবাহী গান-নাচ আছে, তবে সব কিছু থেকে একটু একটু করে দিতে গেলে এ পোস্ট আর ওপেন করা যাবে না। গানগুলো আমার ভালই লেগেছে, শুনে দেখুন আপনাদের কেমন লাগে।

বাঁশীর সুরঃ দেশের গান: DPRK music দিয়ে সার্চ দিলে সব দেশের গান আসবে। লোকগীতি: এদের ঐতিহ্যবাহী এক ধরণের বাজনা আছে ঢোল, কাঁসা, পিতল দিয়ে বাজায়, কান ঝালাপালা হয়ে যায়। আরো আছে সীতারিয়ং, গায়াগিয়ম, বাং-এ তারিয়ং,গোরিও গাইও (বিদায়ী গান) ...... ফুল নৃত্য: সাধারণ নৃত্য: পাখা নৃত্য: আরো আছে সালপুরি, ড্রাম নৃত্য, তলোয়ার নৃত্য...... কোরিয়ান আর্মি: যেহেতু কোরিয়া উপদ্বীপের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে এখনো শেষ হয়নি, তাই তাদের ছাত্র-ছাত্রীদের সবার তিন বছর আর্মি ট্রেনিং বাধ্যতামূলক। এ ব্যাপারে উদ্ধুদ্ধ করার জন্যও অনেক গান রচিত হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.