জয়নুল আবেদিন - এই নামটি বাংলাদেশের চিত্রশিল্পেরই সমার্থক। তিনি আমাদের এই পূর্ব বাংলার মানুষদেরকে শিখিয়েছেন শিল্পী হওয়ার স্বপ্ন দেখতে, আমাদেরকে দেখিয়েছেন চারপাশের লোকশিল্পের অপার সৌন্দর্য। তিনি শুরু করেছিলেন চারুকলা ইনস্টিউটের - যা এখন পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হিসেবে।
আগামী কাল ২৯শে ডিসেম্বর ২০০৯ তারিখে এই মহান শিল্পীর ৯৫তম জন্মবার্ষিকী। শিল্পাচার্যের এই জন্মদিনে উপলক্ষে ঢাবির চারুকলা অনুষদ নিজেদের প্রাঙ্গনেই আয়োজন করছে জয়নুল মেলার।
এই মেলায় প্রদর্শিত হবে চারুকলার ছাত্র-শিক্ষক, বাংলাদেশের লোকশিল্পী ও অন্যান্য শিল্পীদের সৃষ্ট শিল্পকর্ম। যা সুলভ মূল্যে যে কেউ সংগ্রহ করতে পারবেন। এ ছাড়াও এ উৎসবে আরও থাকবে বাউল গান, লোক-সঙ্গীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।
এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় শিল্পী এমিরেটাস অধ্যাপক কে. জি. সুব্রহ্মনিয়ান (শিল্পী সুব্রহ্মনিয়ান সম্পর্কে জানতে চাপ দিন ও উনার কাজ দেখতে চাপ দিন )।
উপমহাদেশে চারুকলার শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এই প্রবীন শিল্পী ও চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা শিক্ষক শিল্পী সফিউদ্দিন আহমেদের সাথে যৌথ ভাবে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
শিল্পাচার্যের জন্মদিনের এই উৎসবে সবাই যোগ দিন, উপভোগ করুন একটি আনন্দময় দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।