আমাদের কথা খুঁজে নিন

   

'আশুরা যে কারনে গুরুত্বপুর্ন'

দেশের জন্য আমার সব কিছু

আজ পবিত্র আশুরা। শুধু মুসলমান নয় সকল মানুষে কাছে আজকের এই দিনটি গুরুত্বপূর্ন। আজকের এইদিনটি ইতিহাসে বিশাল স্থান দখল করে আছে। আল্লাহ এই দিনে আরশ,কুরছি, লওহ,কলম আসমান, জমিন সৃষ্ঠি করেছেন। আদম (আঃ) এইদিনে সৃষ্টি করেছন এবং এইদিনে তাকে বেহেস্তে স্থান দিয়েছেন,এইদিনের তাঁকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে,এইদিনে তাঁর দোওয়া কবুল করা হয়।

এই দিনে হযরত নূহ (আঃ) এর কওম কে ধ্বংশ করা হয় মহাপ্লাবন দিয়ে, শুধু বেচে যায় তার অনুসারিরা। এইদিনে হযরত ইব্রহীম (আঃ) জন্মগ্রহন করেন, এইদিনে তাঁকে আগুন থেকে উদ্ধার করা হয় এবং এইদিনে তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আঃ) কে আল্লাহর নামে কুরবানী করার জন্য খলিলুল্লাহ হিসাবে আখ্যায়িত করা হয়। এইদিনে হযরত আইয়ূব (আঃ) কঠিন রোগ থেকে মুক্তি লাভ করেন। এইদিনে হযরত ঈশা (আঃ) কে চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয়। এইদিনে হযরত দাউদ (আঃ) আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ পেয়েছেন।

এইদিনে হযরত সোলায়মান (আঃ) তাঁর হারানো রাজত্ব পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন। এইদিনে হযরত ইউনুস (আঃ) মাছের উদর থেকে মুক্তি পেয়েছিলেন। এইদিনে হযরত ইয়াকুব (আঃ) তাঁর পুত্র হযরত ইউসুফ (আঃ) কে চল্লিশ বছর পর ফিরে পেয়েছেন। এইদিনে ফেরাউন নীলনদে ডুবে মারা যায়। এইদিনে দুনিয়া সৃষ্টি করা হয় এবং এইদিনে কেয়ামত অনুষ্ঠিত হবে।

পবিত্র আশুরা যে কারনে সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন তা হল এইদিনে স্বৈরাচারী ইয়াজিদ বাহিনি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ সাঃ এর দৌহিত্র ইমাম হোসাইন রাঃ কে এবং একজন ব্যতিত স্বপরিবারে কারবালার মরু প্রান্তরে নির্মমভাবে হত্যা করেছিল। ইমাম হোসাইন এজিদের বিরুদ্ধে লড়াই করেননি তিনি লড়াই করেছিলেন এজিদের ইসলাম বিরুধী কর্মকান্ডের বিরুদ্ধে। তিনি লড়াই করেছিলেন, এজিদ যে কোরআন হাদিস উপেক্ষ করে নিজের মনগড়া মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে তার বিরুদ্ধে। ইমাম হোসাইন আশংকা করেছিলেন, আল্লাহর আইন দ্বারা পরিচালিত খেলাফত বিলুপ্ত হয়ে রাজতন্ত্র কায়েম হবে । তাই ইমাম হোসাইন ইসলাম বিরুধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে স্বপরিবারে শাহাদাত বরন করেছিলেন।

আমাদের ইমাম হোসাইনের শাহাদাতের প্রকৃত শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন পরিচালিত করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।