বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
আমার মাধবীলতা..
ভেবেছিলাম কোন রৌদ্রতপ্ত দুপুরে একসাথে বসে বসে অসম প্রেমের স্বপ্ন বুনব রমনার শীতল ছায়ায় কিংবা জাহাঙ্গীরনগরের স্বর্গ সবুজ বুকে । তোমার কোমল হাত ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের জাল বুনে হারিয়ে যাব নিরালায়। ক্ষণিকপরে তোমার লালচে গালে আলতো করে টোকা দিয়ে নাকের ডগায় লক্ষী ঘাম ছুঁয়ে বলবো, “কি লজ্জা পাচ্ছো?” তোমার ভারী নিশ্বাসে উদভ্রান্ত গাঁং চিল হয়ে যাব আমি।
... মাধবী স্বপ্নগুলো আমায় কাঁদায়, তুমি কাঁদ কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।