"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) আমরা যখন ভালোবাসাতেই থাকি, তখনই সবচে সুন্দর লাগে জানো? তখনও তোমার চুল ভেজা এলোমেলো শরীরে কাপড় অগোছালো হয়ে আছে অশ্রুর ধারা তখনও তোমার গালে ঝগড়ার স্মৃতি ফুরোয় নি মন থেকে তবুও বাতাস ঠিকই বয় আশেপাশে ভেতরে বাইরে প্রবল বৃষ্টি ঝড়! আমার তখন অনেক অনেক জ্বর জ্বরের ঘোরেই জড়িয়ে ধরি তোমাকে কাঁচের গতরে লেগে থাকি ফোঁটা হয়ে এভাবেই যাই বিছানায় বালিশেতে চোখে মুখে তোর শিহরণ চাপা হাসি চোখ বুজে থাকো গভীরে ও পাশাপাশি শেষ হয়ে গেলে বুঝি ভালবাসা নীল হৃদয় শরীর এক সুরে বেজে ওঠে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।