আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকের প্রলাপ

নামটা মনে রাখবেন সে কে? কি তার পরিচয়? মেঘলা দিনে, ক্ষণে ক্ষণে ক্যানো তার কথা মনে হয়? , কে সে? যাকে আমি ভালোবাসি- এত দেবী বনে, ক্যানো মনে মনে কেবল চোখে ভাসে তার হাসি? , আজ এ নব মেঘের বর্ষায়- উদাস নয়নে, কিসের পানে সে আমায় ফেলে চলে যায়? , মাঝে মাঝে মনে হয়, মনে লাগে কী বাজে মোর হৃদয় বীণে, সে কি জানে? এ সকল কথাই মনে জাগে! , তাকে; কাকে? যাকে আমি বাসি ভালো ফেলে দেবগণে, যে কোনো পণে আমায় বাসুক ভালো, হোক না সে কালো। , আসলে আমি উন্মাদ। অন্য কেউ হলে এত অবহেলা ফেলে, ছুটে পালাতো- "ভালোবাসি না, বাসিনা, বাসিনা", বলে। , ২৯/০৫/২০০৯ সন্ধি মুহিদ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।