কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড
পাতার শোকে যেমন বৃক্ষ কাতর
মেঘের শোকে আকাশ যতটাই নীল
আমার তরে তব নেই ততখানি
মাছের প্রাণ যায় বিনা জল জানি
শোকের মাটি আজ হয়েছে পাথর
প্রেম কোথা প্রিয়তমা, ইরানী আতর;
সাগর ফুরিয়ে শেষ এতখানি ঋণ
আসেনি হতাশা মনে, আসেনিকো পাপ
বৃক্ষমূলে তাই তবে হোক উৎসব
তোমাকে রাণী করে আর কতকাল
হৃদয়ে ঝরবে বলো রক্তের ঢল
এ শোক আমার নয়, বলে কাকলী
তোমার শখার সাথে বেশ মিতালী
আমিতো কপালপোড়া, আমিতো তো দূষণ
শোকের অনল তাই ডাকে সারাক্ষণ
ব্যথার মহল যদি গড়ো কখনও
প্রদীপ জ্বেলোনা কভূ জ্যোৎস্নায় থাক
আমার কাতরতা রাতের সাথে
ভালোবাসা নাই যদি তবে কেন রাগ
রাগের বেসাত তোলা আশ্বিনী সাজ
বইছে প্রেমিক মন খুলে লাল পাল
গোপনে, গহনে সখী পোড়ে চিরকাল
কবির কান্না হয়ে কবিতা নামে
তোমার তরে যদি তব সুখ আনে
সেখানে নিয়তি থেমে যায় যাক
নির্বাক প্রেম শুধু আজ চুপ থাক
পাথর, জলে, গাছে; মাছেরা সবুজ
ভেলভেট কবিতায় শব্দ অবুঝ
চুপচাপ ঝরা পাতা কুড়িও না আর
সব শেষ, আজ শুধু প্রায়ঃ অন্ধকার।।
(সচেতন ভাবে কিছু শব্দের কানাকানি, আমার অন্য লেখা থেকে এ কবিতাটিকে বহুদুরে নিয়েছে গিয়েছে; কিন্তু কবিতায় আবেগ ফেরানোর জন্য এ নতজানু প্রচারনার দরকার ছিলো!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।