আমাদের কথা খুঁজে নিন

   

একজন দেশ প্রেমিকের গুণাবলী!!!!!!!!!!

চারদিকে এখন দেশ প্রেমিকের ছরাছরি দেখা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এক জন দেশ প্রেমিক হতে হলে আপনার কি কি গুণাবলী গুণাবলী থাকা প্রয়োজন। ১। তাকে অবশ্যয় ২ হাত এবং ২ পা বিশিষ্ট হতে হবে(বান্দর বাদ)। ২।

তাকে অবশ্যয় কোনও বড় রাজনইতিক দলের নেতা হতে হবে, মন্ত্রি দের জন্য আগ্রাধিকার রয়েছে(পাতি নেতা হইলে চলবে না)। ৩। ব্যাবসায়ি প্লাস মন্ত্রি হলে তো একেবারে সোনাই সহাগা। ৪। পলটি মারা অর্থাৎ সুবিধা মতো দল পরিবর্তন করার অভিজ্ঞতা থাকতে হবে।

৫। ভালো দৌর দেওয়া জানতে হবে(ধুর মিয়াঁরা, ভালা দৌর না দিতে পারলে মন্ত্রি হইবেন কেম্নে?)। ৬। শরীরের বর্জন ও গ্রহন অংশ বৃহদাকার ও ফ্লেক্সিবল হতে হবে, যাতে পশ্চাতে হাজার খানেক আকলা ব্যাম্বু যাবার পর ও আপনি মুখ দিয়ে বিশাল বিশাল চাপা ছারিতে পারেন। ৭।

আপনার সাগর চুরির অভিজ্ঞতা থাকতে হবে। এই জুগে পুকুর চুরির আর কুনু বেইল নাই, করলে সাগর মহাসাগর চুরি করতে হবেু ৮। সাংবাদিক রা অত্যন্ত ত্যান্দর, এই হালার পুত রা কখনো চাই যে দেশে শত শত দেশপ্রেমিক গরে উঠুক। অতএব দেশপ্রেমিক হতে হলে আপনাকে অবশ্যয় সাংবাদিক ঠেঙ্গানো ও মানহানির মামলা ঠুকার বিষয়ে অভিজ্ঞ হতে হবে। ৯।

তেলের উপর উচ্চতর জ্ঞান থাকা বাধ্যতা মূলক । ১০। দুদ...উয়াক(ভালো মানুষের ছারটিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান) এর সাথে অত্যন্ত উন্নত সম্পর্ক থাকতে হবে। এ সম্পর্কে আর ও উচ্চতর জ্ঞান অর্জন এর জন্য যোগাযোগ করতে পারেন, আবুল হোসেন কোচিং সেন্টার,প্রস্তাবিত পদ্মা সেতুর উত্তর পার্শে। অথবা লগ ইন করুন ABUILLA.com. বি দ্রঃ সকল বৈশিষ্ট্য কাল্পনিক, কারোর সাথে মিলিয়া গেলে লেখক দায়ি নয়।

সরাসরি আবুল্ল্যা দায়ি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.