ঘুমিয়ে পড়ার আগে......
আমাদের চট্রগ্রাম দিন দিন উন্নতি করছে(আম্মাআআ).........আজকের প্রথম আলো তে খবর দেখলাম জিয়া স্মৃতি কমপ্লেঙ্রে জন্য আরো 8 কোটি টাকা ব্যায় বাড়ান হয়েছে.......এর পিছনে এখন মোট খরচ হবে 200 কোটি টাকা......আর এই 8 কোটি টাকা খরচ করা হবে 187ফুট উঁচু ঘূর্ণায়মান রেস্তোরা তৈরি করারা পিছনে।
এত এত মনএী (বানানা টা লিখতে পারছি না) থাকা স্বতেও আমরা 5 বছরে কর্ণফুলী নদীর উপর একটা সেতু পেলাম না।এই সেতুর উপর দিয়ে যেতে ভয় লাগে কোনদিন গাড়ী সুদ্ধু নদীতে পরে যাই।যারা কঙ্বাজার গিয়েছেন তারা ভাল বলতে পারবেন।
আমাদের কে 180 ফুট উপরে খাবার ব্যাবস্থা করে দিচ্ছে এতই তো আমাদের সন্তুষ্ট থাকা উচিত ....আমি কি ঠিক বললাম না??(খাইয়ালামু)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।