এখনো নীচুকন্ঠে ডাকো তুমি,
যেন এক স্বপ্নের কারিগর সময় মেলাতে গিয়ে
ভুলে যায়!
স্বপ্ন! আহ্ দুঃস্বপ্ন আমার নৈঃসঙ্গের জতুগৃহে
ক্লান্ত পায়রার চোখে ঘর ছাড়ার মায়া,
দুই পাখনায়
কালো সাটিনের বোরখায়
জুড়ে দেয়া
জোছনার অনন্ত স্রাব।
অথচ তোমার ক্লান্ত দু'চোখে যে
ফেরার তাগাদা, শরীরির উদ্ভাসের সব যোজনায়
আমার পিপাসা যখন বাড়ছে
সহসা,
তুমি উলটে দিলে বাতি।
অন্ধকারে দাড়িয়ে পড়ি। যেন দাড়িয়ে পড়েছি
শুন্যতার এক অক্টোপাসের মুখোমুখি।
তারা গুনগুনিয়ে গাইতে থাকে শবযাত্রার গান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।